কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশনা প্রতিষ্ঠান ‘ কালো ‘ র সহযোগিতায় কিশোরগঞ্জের এস. এস. সি. ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ‘ উদ্দীপন সাহিত্য পরিষদ’। শনিবার (২২ আগষ্ট) সকল ১০.৩০ ঘটিকায়, সদর উপজেলার কড়িয়াইল শেওড়া বাজারে ইসলামিয়া লাইব্রেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন ‘ উদ্দীপন সাহিত্য পরিষদ ‘।
‘উদ্দীপন সাহিত্য পরিষদ ‘ সংগঠনের সভাপতি মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে, সহকারী সাধারণ সম্পাদক ছড়াকার শফিক নোমানীর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার ওয়ালীনেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান বশির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালীনেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ আজিজুর রহমান নয়ন। নিকলির নুরুল ইসলাম মডেল কলেজের বংলা বিভাগের প্রভাষক, জেবিন কশেম সিনথিয়া।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘ কালো’ র বিশিষ্ট কবিও প্রাবন্ধিক ইসমাইল হোসাইন মুফিজী।
অনুষ্ঠানে এস. এস. সি. ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ গোল্ডেন জিপিএ – ৫ প্রাপ্ত পাঁচ জন কৃতী শিক্ষার্থীদের হাতে এক হাজার টাকা মূল্যের বই ও অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
উদ্দীপন সূত্রে জানা গেছে, এ সংগঠনের পক্ষে ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য বাছাই করা হয়েছে। করোনার কারনে জনসমাগম এড়াতে একাধিক পর্বে সংবর্ধনা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ২০ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।