কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে অ্যাডভোকেট ইমাম হোসেন মিল্কি (৮০) নামে এক সিনিয়র আইনজীবীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার (৩০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি এ তথ্য জানান।
মৃত অ্যাডভোকেট ইমাম হোসেন মিল্কি কিশোরগঞ্জ জেলা শহরের আলোরমেলা (পুরাতন কোর্ট) এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার (২২ আগস্ট) ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ জ্বর নিয়ে ইমাম হোসেন মিল্কিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, ১৯ আগস্ট তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
গত ২৭ আগস্ট পরিবারের লোকজন হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যান। পরে আবার তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় শনিবার (২৯ আগস্ট) হাসপাতালে ভর্তির পর পরই তাকে আইসিইউতে নেওয়া হয়।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি জানান , ভর্তির সময় রোগীর (ইমাম হোসেন মিল্কি) ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ জ্বর ছিলো। তার শরীরের নমুনা সংগ্রহ আগেই করা হয়েছিল। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি মারা যান।