কিশোরগঞ্জ প্রতিনিধিঃ   
কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার যশোদল ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের ইদ্রিছ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ আগষ্ট  বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাটাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় কার্নিশ ভেঙ্গে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।