কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের সময় পুলিশ হামলা চালিয়েছে। পুলিশের লাঠিচার্জ এর ফলে সমাবেশ পণ্ড হয়ে যায়। এতে জেলা ছাত্রদলের সভাপতি সহ দুইজন আহত হন।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সোমবার (১লা মার্চ) দুপুরে জেলা ছাত্রদল কিশোরগঞ্জ সদর উপজেলা পুরানথানা মোড়ে সামবেশ বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া এলাকা থেকে শুরু হয়ে পুরানথানা মোড়ে গেলে পুলিশ সেখানে বাধা দেয়। পুলিশের বাধার কারণে তারা পুরানথানা মোড়ে সামবেশ করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে সমাবেশ পণ্ড করে দেয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সহ সভাপতি সাঈদ সুমন আহত হন। আহতরা পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা কারণে হামলা চালিয়েছে। এতে তিনিসহ দুইজন আহত হয়েছেন। এবং তিনি পুলিশের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।