কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উত্তরপাড়া এলাকা থেকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টহল দল অভিযান চালিয়ে,
সিএনজি চালিত অটোরিকশায় করে পাচারের সময় ১৭০ লিটার চোরাই মদসহ মো. সুমন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উত্তরপাড়া এলাকা থেকে সিএনজি ও চোরাই মদসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া যুবক মো. সুমন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দরগাঁও বিলপাড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে। র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন, বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন আর ও জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। এই মাদক ব্যবসায়ী চক্রকে গ্রেফতারের জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।
এ পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক টহল দল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে টহল ডিউটি করাকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পুরাতন বাজার হইতে চৌদ্দশত বোর্ড বাজারগামী পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্র চৌদ্দশত পুরাতন বাজারের দিক হতে আসা একটি সিএনজি চালক তার সিএনজির উপরে কয়েকটি প্লাষ্টিকের বস্তা বহন করে যাওয়ার সময় সন্দেহ হইলে অফিসার্স ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির দেহ এবং সিএনজি তল্লাশি করে সিএনজি হতে ৬টি প্লাষ্টিকের বস্তায় মোট ১৭০ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়।
এছাড়া র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সুমন মিয়া দীর্ঘদিন যাবৎ অবৈধ দেশীয় তৈরী চোরাই মদ সরকারি অনুমোদন ব্যতিত অবৈধ ভাবে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
এ বিষয়ে সুমন মিয়া (২২) এর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।