কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া  গ্রামে গোয়ালঘরে বিদ্যুতিক পাখায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ওয়াদুদ (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট)  দ্বীপ্রহরে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামে নিহতের এ ঘটনা ঘটে।
নিহত আবদুল ওয়াদুদ মিয়া মারিয়া গ্রামের আবু সাইদ মিয়ার একমাত্র ছেলে। তিনি পেশায় একজন সেনেটারি মিস্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়,  মাত্র ৮ মাস আগে বিয়ে করেছিলেন আব্দুল ওয়াদুদ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগষ্ট)  বেলা দুপুর ২.৩০ টার দিকে আবদুল ওয়াদুদ নিজের বসতঘর থেকে গোয়ালঘরে বিদ্যুৎতিক পাখায় সংযোগ দিচ্ছিলেন। এমন সময় বিদ্যুৎতিক তারে জড়িয়ে তিনি  গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ সয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সকালে ই কান্নায় ভেঙ্গে পড়েন। আবদুল ওয়াদুদ মিয়ার লাশ জানাজার নামাজ শেষে রাত ৯ টায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।