কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী উজান ভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ‍মুখোমুখি সংঘর্ষে দিদার মিয়া (২০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী দিদার মিয়া পাকুন্দিয়া পৌরসভার হাপানিয়া এলাকার মৃত ইসরাইল মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী উজান ভাটি পরিবহনের যাত্রীবাহী বাসটির সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দিদার মিয়ার(২০) মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
দুর্ঘটনার পর বাস এবং মোটর সাইকেল দু’টিই হাইওয়ে পুলিশ আটক করেছেন বলে জানিয়েছেন।