কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ৮৬ হাজার টাকার জাল নোটসহ ঝর্ণা আক্তার (৩৫) নামে জাল নোট কারবারী চক্রের সদস্য এক নারী সদস্যকে আটক করেছে, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার (২ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিশাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশে প্রচলিত এক হাজার টাকার ৮৬টি জাল নোটসহ তাকে আটক করা হয়। আটক হওয়া ঝর্ণা আক্তার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উত্তর উলুখোলা গ্রামের মোঃ শফিকুল ইসলামের স্ত্রী।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান (বিএন) ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি জাল নোট কারবারী চক্র কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আসছে।
এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জাল নোট কারবারী চক্রের উপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিশাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮৬ হাজার টাকার জাল নোটসহ ঝর্ণা আক্তার (৩৫) নামে জাল নোট কারবারী চক্রের সদস্য এই নারী সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় জাল টাকার কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানায় আসামীর নামে একটি মামলা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন। জাল টাকার এই অবৈধ চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।