কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে মা-মেয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১২ টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ সময় যাত্রী লতিফা (৪৫) ও লিমা (২০) নামে, মা ও মেয়ে আহত হয়েছেন। আহতদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মা-মেয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। লতিফা কটিয়াদী বাসস্টান্ড এলাকার প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা ও দুই মেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কটিয়াদী থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ করেই সিএনজি চালিত অটোরিকশাটিতে আগুন ধরে যায়।
এ সময় সিএনজি চালক অটোরিকশা রেখে পালিয়ে যায় গেছে।
এছাড়াও তাদের সাথে থাকা কাগজপত্র এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন লীমা।
এ সময় আহতদের দ্রুত  উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এই ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার  আগেই আগুন নিয়ন্ত্রণে চলে  আসে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা ও দুই মেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কটিয়াদী থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ করেই সিএনজি চালিত অটোরিকশাটিতে আগুন ধরে যায়।
এ সময় সিএনজি চালক অটোরিকশা রেখে পালিয়ে যায় গেছে।
এছাড়াও তাদের সাথে থাকা কাগজপত্র এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন লীমা।
এ সময় আহতদের দ্রুত  উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এই ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার  আগেই আগুন নিয়ন্ত্রণে চলে  আসে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ধারণা করছেন, সিএনজির সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।