কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় র্যাবের অভিযানে ১হাজর ৪ শত পিস ইয়াবাসহ মোঃ শাহীন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম। আটকৃত মোঃ শাহীন ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব তালশহরের পূর্ব সোনাসার গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে।
বুধবার (১১ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান পরিচালনা করে প্রাইভেটকার ও ইয়াবাসহ হাতে নাতে মোঃ শাহীনকে আটক করা হয়েছে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান (বিএন) এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি মাদক ব্যবসায়ী চক্র প্রতিনিয়ত ব্রাহ্মণবাড়িয়া জেলার গাটুরা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশনাল টিম, বুধবার (১১ নভেম্বর) বিকাল সড়ে ৫টার সময় বত্রিশ এলাকায় অভিযান পরিচালনা করে, মাদক ব্যবসায়ী মোঃ শাহীনকে প্রাইভেটকার ও ইয়াবাসহ আটক করা হয়। তার প্রাইভেটকার তল্লাসি করে ১হাজার ৪শত পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক হাজার ৫শত টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল সেট পাওয়া গেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়াসহ কিশোরগঞ্জের আশপাশের জেলা গুলোতে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
মাদক ব্যাবসায়ী মোঃ শাহীনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।