কিশোরগঞ্জে ১৫ ইউনিয়নে ভোট গ্রহণ ৫ জানুয়ারি
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৯০-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার শনিবার ২৭ নভেম্বর ইউপি নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি সারাদেশের মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই ধাপে কিশোরগঞ্জ জেলার ২ টি উপজেলার মোট ১৫ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা দুইটি হচ্ছে, মিঠামইন ও অষ্টগ্রাম।
ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৭ ডিসেম্বর।
এছাড়া মনোনয়ন পত্র বাছাই ৯ ডিসেম্বর। আপিল দায়ের ১০ থেকে ১২ ডিসেম্বর ও আপিল নিষ্পত্তি ১৩ থেকে ১৪ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি ২০২২ ইং।
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়ন হচ্ছে, মিঠামইন সদর, গোপদিঘী, ঢাকী, ঘাগড়া, কেওয়ারজোর, কাটখাল ও বৈরাটি।
অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়ন হচ্ছে, দেওঘর, কাস্তুল, অষ্টগ্রাম সদর, বাঙ্গালপাড়া, কলমা, খয়েরপুর-আব্দুল্লাপুর, পূর্ব অষ্টগ্রাম ও আদমপুর।