কিশোরগঞ্জে ১ হাজার ২৫ পিস ইয়াবা ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২৫ পিস ইয়াবা ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ সবুজ মিয়া (৩৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়া ছাতিরচর গ্রামের ফজলু মিয়ার ছেলে।
সোমবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার ছাতিরচর এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করা হয়।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোঃ সবুজ মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম সোমবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ছাতিরচর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ হাজার ২৫ পিস ইয়াবা ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়াকে আটক করা হয়।
এ বিষয়ে তাার বিরুদ্ধে নিকলী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।