কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলায় বত্রিশ ও কলাপাড়া এলাকা হতে ৪৫৫ পিছ ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম।
মঙ্গলবার (১২ জানুয়ারি) গভীর রাতে কিশোরগঞ্জের বত্রিশ ও কলাপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৩৯) কে ৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১৮ হাজার ৭শ টাকা ও নারী মাদক ব্যবসায়ী জান্নাতুল ইসলাম বৃষ্টি (২৬) কে ৪৫০ পিস ইয়াবা’সহ গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো: বাবুল মিয়া জেলা শহরের মনিপুরঘাট এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে এবং মাদক ব্যবসায়ী জান্নাতুল ইসলাম বৃষ্টি শহরের কলাপাড়া এলাকার সাঈদ বীন আমিনের স্ত্রী।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান (বিএন) এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে।
এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং এই তথ্যের সত্যতার ভিত্তিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) গভীর রাতে কিশোরগঞ্জের বত্রিশ ও কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে, ৪৫৫ পিছ ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলা গুলোতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানিয়েছে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।