কিশোরগঞ্জ প্রতিনিধি : ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এর সেমিষ্টার ফাইনাল পরিক্ষা চলমান আছে কিন্তু পলিটেকনিক ছাত্রাবাসের হল গুলো এখনো বন্ধ থাকায় কিশোরগঞ্জ পলিটেকনিক ছাত্রাবাসের শিক্ষার্থীরা কলেজের মাঠে নিরব প্রতিবাদ মূলক অবস্থান কর্মসূচী পালন করছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন করোনা মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর থেকে তা বর্তমানেও চলমান আছে, কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এর পরিক্ষার রুটিন প্রকাশ করেছে, এর ধারাবাহিকতায় গতকাল থেকে ব্যাবহারিক পরিক্ষা শুরু হয়েছে। অথচ ছাত্রাবাসের হল গুলো এখনো খোলা হয়নি,তাই আমারা এই নিরব প্রতিবাদ কর্মসূচী পালন করছি। আমাদের দাবি অতি দ্রুত ছাত্রাবাসের হল গুলো যেন খুলে দেওয়া হয়ে।
শিক্ষার্থীরা আরও জানান, যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সফল না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই নিরব আন্দোলন চালিয়ে যাবেন।