কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পৌরসভার দুইবারের সাবেক মেয়র আলহাজ্ব মাজহারুল ইসলাম ভুঁইয়া কাঞ্চন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ৪টার সময় রাজধানী ঢাকার এভার কেয়ার ( সাবেক এপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সাবেক মেয়র আলহাজ্ব মাজহারুল ইসলাম কাঞ্চন ভূঁইয়া দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (১৯ মার্চ) তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভার কেয়ার ভর্তি করা হলে, হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
সাবেক মেয়র আলহাজ্ব কাঞ্চন ভূঁইয়া একজন বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদী ও রাজনীতিবিদ হিসেবে জেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি, শহর আওয়ামীলীগের আহবায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসায় ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শারীরিক ও আর্থিক সহযোগিতার মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বাসীর কাছে বিশেষ মর্যাদার ব্যক্তিত্ব ছিলেন।
সাবেক মেয়র আলহাজ্ব কাঞ্চন ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।