বিশেষ প্রতিনিধি (কক্সবাজার): আজ  ১৬ মে  সকাল ৮ টায় কুতুবদিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন ইত্তেহাদুল উম্মাহ কুতুবদিয়ার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা উত্তর ধূরুং, মগলাল পাড়া ইফাদ কিল্লা মিলনায়তনে ইত্তেহাদুল উম্মাহ কুতুবদিয়া’র সভাপতি মুফতি রিদওয়ানুল হক’র  সভাপতিত্বে অত্র সংগঠনের  অর্থ সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্টিত হয়।
ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাইমুন। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেহাদুল উম্মাহ কুতুবদিয়ার মুখপাত্র “আহ্বান” পত্রিকার সম্পাদক এইচ এম সাদ্দাম হোসাইন সায়েম ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেহাদুল উম্মাহ কুতুবদিয়ার সহ-সভাপতি মাওলানা আনিছ, আমিনুল ইসলাম আকিল, সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, মাও. আব্দু রহিম, মাও. তারেক আজিজ, অত্র সংগঠনের  কার্যকরী পরিষদের  সেক্রেটারি হুসনুল মোবারক,  মোসলেহ উদ্দীন আরফাত,মোহাম্মদ ইলিয়াস,  শফিকুল ইসলাম, আব্দুল হালিম, মোহাম্মদ এনাম, ইয়াসিন হায়দার, ।
এতে ইত্তেহাদুল উম্মাহ’র প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল কর্মসূচি সম্পন্ন হয়েছে তা সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।  এতে বক্তরা যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার সুফল তুলে ধরেন এবং যুব সমাজের নৈতিক অবক্ষয়রোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান করা হয়।
‌অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  মাওলানা রহিম উল্লাহ, শহিদুল ইসলাম, মাও. ইউনুস, হাসান রিয়াদ, আব্দুল মজিদ, আরফাত, দিদারুল ইসলাম, এহসান, তারেক প্রমুখ।