কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আবু আলী আক্তার উদ্দিন শাহের মাজারের পাশে আজ সন্ধ্যায় নাতীর দায়ের কোপে নানী খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত নারীর  বাড়ি একই ইউনিয়নের আহমদপুর গ্রামে। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। আহত ব্যক্তিরা হলেন ফরিদপুর গ্রামের আতাউর রহমান ও আনিসুর রহমান। তাঁরা বর্তমানে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
 
বুধবার (১২ মে) রাত ৮টার দিকে ফরিদপুর গ্রামে আবু আলী আক্তার উদ্দিন শাহের মাজারের পাশে আজ সন্ধ্যায় নাতীর দায়ের কোপে নানী খুন হওয়ার এই ঘটনা ঘটেছে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সারা দেশে আবু আলী আক্তার উদ্দিন শাহের মাজারের অসংখ্য ভক্ত রয়েছেন। নিহত বুদি বেগম (৫৫) ও তাঁর নাতি শাহিন (৩৫) দুজনই ওই মাজারের ভক্ত। বুদি বেগম প্রায়ই ওই মাজারে আসতেন। গতকাল বুধবারও তিনি এই মাজারে এসেছিলেন। রাত ৮টার দিকে তিনি মাজারসংলগ্ন আনিসুর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ঘর থেকে বের হওয়া মাত্রই নাতি শাহিন (৩৫) বুদির বেগমকে দা দিয়ে কোপাতে থাকেন। এ সময় আতাউর ও আনিসুর বুদি বেগমকে বাঁচাতে এগিয়ে আসলে, শাহিন তাঁদেরও দা দিয়ে কুপিয়ে আহত করেন। এসময় দায়ের কোপের আঘাতে ঘটনাস্থলেই বুদি বেগঃ