কুলিয়ারচরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
“আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী) কুলিয়ারচর থানাধীন দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড মোড়ে, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এর আয়োজনে মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতি সহ সমাজের অন্যায় অত্যাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সমাজের বিভিন্ন স্তরের জনগণের সাথে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ভৈরব সার্কেল মোঃ রেজওয়ান দিপু, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি তদন্ত মোঃ লুৎফর রহমান, ব্যবসায়ী, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুশীলসমাজের নাগরিকসহ বিভিন্ন স্তরের নাগরিকদের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।