কুলিয়ারচরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
নিরাপত্তা ” আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮নভেম্বর) সন্ধ্যায় কুলিয়ারচর থানা পুলিশ কর্তৃক আয়োজিত উপজেলার বাজরা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ান দিপু, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খাঁন, বাজরা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মোঃ আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি মোঃ লায়েছ মিয়া, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বাজরা বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর মোঃ ফকরুল হাসান ফারুক ও বাজরা বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে এ উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক ক্রয়-বিক্রয় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তিনি দক্ষতার সহিত দায়িত্ব পালনের ফলে এ থানা দালাল মুক্ত হয়েছে। সেবা নিতে এখন আর দালাল ধরে কেউ থানায় প্রবেশ করতে হয়না। সেবা পেতে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে থানার রাস্তা। বক্তারা আরও বলেন, জনগনের জান মালের দ্বায়িত্বে থাকা পুলিশ ও জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা আরো দ্বায়িত্বশীল হলে এ উপজেলা থেকে অপরাধ আরো অনেকটা দমন করা সম্ভব হবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থানার সাব-ইন্সপেক্টর কাউসার আল মাসুদ।