কুলিয়ারচরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান

কুলিয়ারচরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিশোরগঞ্জ কুলিয়ারচরে শুরু হলো স্কুলপড়ুয়াদের কোভিড-১৯ ভ্যাকসিন টিকা প্রধান কার্যক্রম। ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা প্রধান করা হয়েছে।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে রবিবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুছা মিয়া উচ্চ বিদ্যালয় ও গোবড়িয়া উচ্চ বিদ্যালয়, গোবরিয়া ফাজিল মাদ্রাসা এবং আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের ১২-১৮ বছর বয়সী ৪টি স্কুল ও মাদ্রাসার ১ হাজার ৩৯ জন শিক্ষার্থীদের মাঝে কভিড-১৯ টিকা প্রদান করা হয়।

কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন এর দিকনির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ উমর খসরু এর সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প.প. কর্মকর্তা মোঃ উমর খসরু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নাছের চৌধুরী, পুলিশ সদস্য সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত