কুলিয়ারচরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের মৃত মোঃ ইদ্রিস মিয়ার ছেলে এবং মোঃ সোহেল (২৫) একই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জাবেদ শাহ ওরফে মকসুদ আলী শাহ এর ছেলে।

শনিবার (১৬ অক্টোবর) বিকালে কুলিয়ারচর বাজার জামান টাওয়ারের সামনে থেকে আটক করা হয়। পরে রবিবার (১৭ অক্টোবর) সকালে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক দ্রব্য আইনে মামলা (মামলা নং- ০৬) দায়ের করে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে কুলিয়ারচর বাজারে অভিযান পরিচালনা করে জামান টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।

এই বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু পূর্বক কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।