কুলিয়ারচরে ইউপি নির্বাচনের শেষ দিনে ১৩ জনের প্রার্থীতা প্রত্যাহার
মোঃ আলী সোহেল, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলিয়ারচরের ৫ টি ইউপি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন প্রার্থীর মধ্যে, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রার্থীতা প্রত্যাহার করে নেন, চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ সামসুদ্দোহা সাফি, সাবেক ২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থী মোছাঃ পারভীন আক্তার, সাধারণ সদস্য ৪ নং ওয়ার্ডের প্রার্থী মোঃ মুর্শিদ মিয়া, ৯ নং ওয়ার্ডের প্রার্থী মোঃ মুছা মিয়া।
উছমানপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদপ্রার্থী ৪ নং ওয়ার্ডের, মোহাম্মদ শামসুলহক, ৫ নং ওয়ার্ডের পদপ্রার্থী মোঃ এমরান মিয়া, ৬ নং ওয়ার্ডের পদপ্রার্থী মোঃ শহীদ মিয়া।
ছয়সূতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম খান, ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ আসাদ মিয়া, ৩ নং ওয়ার্ডের পদপ্রার্থী মোঃ সুজন।
সালুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, শাহ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল করিম।
ফরিদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের, সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ আলী খন্দকার।
মোটঃ চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ১ জন এবং সাধারণ সদস্য পদপ্রার্থী ৮ জন।