কুলিয়ারচরে এক কৃষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট, বাধা দেওয়ায় এক নারী আহত
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবং এই হামলায় এক নারী আহত হয়েছে বলে জানা যায়।
রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মোঃ সোলায়মানের বাড়িতে উক্ত ঘটনা ঘটেছে।
সোলায়মান (৪৫) অভিযোগ করে বলেন, প্রায় ২ বছর আগে আমার বাবার চাচাতো ভাই মোঃ আতিকুর রহমান ওরুফে আতি (৫২) এর নেতৃত্বে তার মেয়ের স্বামী খোকন (৩০) সহ রতন (৪০) হাকিম উদ্দিন (৬০) কে নিয়ে তাদের পারিবারিক রাস্তায় একটি ইটের দেয়াল তৈরী করে রাস্তা বন্ধ করে দেয়। বর্তমানে কোন রাস্তা না থাকায় রোববার (৩অক্টোবর) সকালে পূর্ব পরিকল্পিত ভাবে আতিকুর রহমান ও রতন মিয়ার নেতৃত্বে ৮-১০ জন লোক দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে আমার বাড়ির এক সাইটের জায়গা থেকে জোরপূর্বক গাছপালা কেটে জায়গা দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে। এসময় বাধাঁ নিষেধ দিতে গেলে হামলাকারী তাদের ঘর ভাংচুর করে ঘরে থাকা জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এসময় হামলাকারীদের আঘাতে সোলায়মানের বড় বোন আলিফজান (৪৮) আহত হয়েছেন। সোলায়মান আরও বলেন হামলাকারীরা তাদের পারিবারিক রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের জায়গা জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
এ ঘটনায় সোলায়মানের বড় বোন আলিফজান বাদী হয়ে রোববার সকাল ১০টার দিকে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হলে, দুপুরে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।