কুলিয়ারচরে ওপেন হাউজ ডে সভা ২০২৩ অনুষ্ঠিত
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটে কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে, থানা প্রাঙ্গনে উক্ত ওপেন হাউজ ডেকে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাুজ ডে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সেখ পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আবদুল সাত্তার মাষ্টার, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মোঃ মুশিউর রহমান, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ জিল্লুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ড. এম এমদাদুল হক, এমডি বিভাগীয় প্রধান (কার্ডিওলজি) এমএজি উছমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রফেসর ডাঃ মোঃ মোখলেছুর রহমান।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সেখ সভায় উপস্থিত ভুক্তভোগী জনগনের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সেটা অতিদ্রুত নিষ্পত্তি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান সৈয়দা খানম মুক্তা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কোরাআন থেকে তিলাওয়াত করেন কুলিয়ারচর থানা মসজিদের প্রেস ইমাম আক্তার হোসেন।