কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি উপজেলার নোয়াগাঁও লায়ন-মুজিব মুনা গার্লস স্কুল সংলগ্ন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে কমিউনিটি ক্লিনিকটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওমর খসরু, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস সাইফুজ্জামান, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম প্রমুখ।
নোয়াগাঁও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। এর মাধ্যমে চিকিৎসা সেবা তথা স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
এ সময় তিনি কমিউনিটি ক্লিনিকটির জমিদাতা এলাকার প্রিয় ব্যক্তিত্ব মরহুম লায়ন মুজিবুর রহমানের নামে কমিউনিটি ক্লিনিকের নামকরণ করার জন্য কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো.  মুজিবুর রহমানকে নির্দেশনা প্রদান করেন।