কুলিয়ারচরে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকাদান শুরু আগামীকাল
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩ টি কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেওয়া শুরু হবে আগামীকাল (৯ নভেম্বর) মঙ্গলবার। টিকার এই বিশেষ কার্যক্রম একদিনের এ ক্যাম্পেইন চালানোর নির্দেশনা দিয়ে উপজেলা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা – কর্মচারীদেরকে চিঠি দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ উমর খসরু।
কুলিয়ারচর উপজেলা প.প. কর্মকর্তা ডা. মোঃ উমর খসরু বলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে ৩ টি কমিউনিটি ক্লিনিক এখন চালু আছে। প্রতিটি ক্লিনিকে ৯ নভেম্বরে মঙ্গলবার গড়ে ৫০০ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।
তিনি জানান, পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। ভ্যাকসিনেশন সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত চলবে এবং শেষ টিকা প্রদানের পর ভ্যাকসিনেশন টিম কেন্দ্রে ১ ঘণ্টা অবস্থান করবে। ভ্যাকসিন প্রদান শেষে নিয়মানুযায়ী রিপোর্ট প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন ব্যতীত টিকা প্রদান করা যাবে না।
কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার এই বিশেষ ক্যাম্পেইনের আগে আরও দুটি ক্যাম্পেইনের আয়োজন করেছিল সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য অধিদফতর। প্রথম ক্যাম্পেইনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল ৭ আগস্ট। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল ৭ সেপ্টেম্বর। দ্বিতীয় ক্যাম্পেইনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল ২৮ সেপ্টেম্বর। এর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল ২৮ অক্টোবর।
কমিউনিটি ক্লিনিকগুলো গড়ে তোলা হয়েছে গ্রামাঞ্চলে। ক্লিনিকগুলোতে মূল দায়িত্ব পালন করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের দুজন মাঠকর্মী। সরকার ইতিমধ্যে সব সিএইচসিপিকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছে। কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার পাশাপাশি করোনার টিকার সাধারণ কেন্দ্রগুলোতে টিকাদান অব্যাহত রয়েছে।