মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরব- কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর ব্যক্তিগত তহবিল থেকে নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন।
সোমবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা ৫২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এমপি নাজমুল হাসান পাপন নিজে উপস্থিত থেকে ইউপির মোট ৪ শত জন নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পারে দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এর আগে সকালে ও দুপুরে ছয়সূতী ও সালুয়া ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রি বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি নাজমুল হাসান পাপনের সহধর্মিণী বেক্সিমকো ফার্মা লি. এর পরিচালক রোকসানা হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক, ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার শিউলি, সাধারণ সম্পাদক মোছা. নার্গিস বেগম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া, যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন ও আতিকুর রহমান পরশসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় ৩১ জন অসচ্ছল মহিলাদের মাঝে ১টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।