কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে এক কেজি গাঁজা ও ১শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদের নির্দেশনায় এস.আই আতাউর রহমান ও এস.আই আলী আকবরের নেতৃত্বে রামদী  ইউনিয়নের বাজরা বাসষ্ট্যান্ড আল আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসব এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ১শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যাসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, (১) মোঃ নাজমুল (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোঃ হারুন ভূইয়ার ছেলে। (২) মোঃ রকিব মিয়া (১৯) একই উপজেলার কালাছাড়া গ্রামের ফিরুজ মিয়ার ছেলে। (৩) মোঃ শফিকুল ইসলাম (২১) ময়মনসিংহ সদর উপজেলার চর ভবানীপুর গ্রামের মৃত করম খানের ছেলে।
পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা রজু করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, মাদক নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত আছে, এবং থাকবে।