কুলিয়ারচরে ছয়সূতী ইউপি'র নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর 
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৫ নং ছয়সূতী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে সাবেক চেয়ারম্যান মীর মোঃ মিজবাহুল ইসলাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে মিলাদ ও মিষ্টিমুখ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরা মিয়া সরকার ও ইউপি সচিব, নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ, কর্মীসমর্থক ও দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব বুঝে নিয়ে ভৈরব-কুলিয়ারচর সংসদ সদস্য ও বিসিবি’র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিপুল ভোটে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করায় আমি ছয়সূতী ইউনিয়নবাসীর কাছে চির ঋণী। আমি সকলের দোয়া ও সহযোগিতায় এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ।