কুলিয়ারচরে জাতীয় সমবায় দিবস ২০২১ পালিত
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় রেলী ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ এর আয়োজনে ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়।
অনুষ্ঠান শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী জাতীয় পতাকা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন সমবায় পতাকা উত্তোলন করেন।পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মন্টু বিহারী ঘোষ, কুলিয়ারচর বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ফারজানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, জেলা পরিষদ মহিলা সদস্য সৈয়দা নাছিমা আক্তার চায়না উপস্থিত ছিলেন।উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আবিরাজ মাষ্টার, আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ মুছা মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক মোঃ ফিকুবর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান ও সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈমসহ উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি-সম্পাদক ও সদস্যবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে সমবায় অফিস কর্তৃক প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলার আশ্রয়নের পাঁচ জন বাসিন্দাকে প্রত্যেকে ৩০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।