কিশোরগঞ্জ প্রতিনিধি : কুলিয়ারচরে নারীসহ সাংবাদিক, ড্রাগ সুপার, মানবাধিকার কর্মী (ভূয়া) পরিচয়দানকারী ৪ জন ও ১ জন ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার সময় কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া চকবাজারে সেবা মেডিক্যাল হলে ড্রাগ সুপার পরিচয়ে প্রতারণা মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজু মিয়া (৬৫) নরসিংদী ভেলা নগরের চিনিসপুর গ্রামের নিয়ত আলীর ছেলে, ইউসুফ ভূইয়া (৩৮) নরসিংদীর বেলাব থানার লক্ষ্মীপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে, তালাত মাহমুদ (৫২) নরসিংদী সদর তাওয়াদি গ্রামের মৃত হারিস মিয়ার ছেলে, অনুফা আক্তার (পুষন) ভৈরবের চন্ডিবের গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী, সিএনজি চালক রাতুল (১৬) নরসিংদীর শিবপুর থানার সৃষ্টিগর, চৈতন্য গ্রামের কবির হোসেনের ছেলে।
জানা যায়, সকাল থেকে কুলিয়ারচর ফরিদপুর ইউনিয়নের আন্দবাজারের বিভিন্ন ফার্মেসিতে চাঁদাবাজি করে সালুয়া ইউনিয়নের চকবাজার এলাকায় সেবা মেডিক্যাল হলে ফার্মেসিতে ড্রাগ সুপার পরিচয়ে প্রতারণার করে টাকা হাতিয়ে নেয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে স্থানীয় লোকজন ও মেম্বার ছিদ্দিক মিয়া তাদের জনতার হাত থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হল রুমে আটক করে, পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
প্রতারণা ও জালিয়াতি আইনে তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায়  মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।