কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জের কুলিয়ারচরে দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা’র স্বামী, শ্বশুর ও ভাসুরের নামে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এছাড়া ও ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে মামলা প্রত্যাহারের দাবি করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উপজেলার বড়চারা-বীরকাশিমনগর সড়কে আশরাফিয়া দারুল কোরআন আব্দুল্লাপুর মাদরাসার সামনে দাড়িয়ে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক শাহীন সুলতানা’ র স্বামী এমরান এনায়েত (এনায়েত উল্লাহ) (৪০) ও শ্বশুর মুসলিম মিয়া (৭০) বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে নূরুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল গ্রহণকারী আদালতে ১টি মামলার দায়ের করেন। মামলা নং-১২৫(১)২০।
অথচ মামলার উল্লেখিত ঘটনার তারিখ ও দিনে এই ধরণের কোন ঘটনা ঘটেনি। এবং মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।