কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পাঁচ জন , মাদক ব্যাবসায়িক ও মাদক সেবনকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর থানা এলাকার ০১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য লোকজনদের সহায়তায় মাদক ব্যাবসায়ী, মাদক সেবনকারী সহ ০৫ জন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ এর নিকট আত্মসমর্ন করেন।
এর কয়েক দিন আগেই বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে, ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের, বিট পুলিশিং সভায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ মাদক ব্যাবসায়ী ও মাদক সেবনকারীদের কঠোর হস্তে দমন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।