কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ফয়সাল উরফে ফায়সাল ভূঁইয়া (২২) ও মোবারক হোসেন (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যার সময় কুলিয়ারচর থানার বিশেষ টিম অভিযান পরিচালনা করে উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক হওয়া ফয়সাল উরফে ফয়সাল ভৈরব উপজেলার গজারিয়া ভূঁইয়া বাড়ীর মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে। এবং মোবারক হোসেন কুলিয়ারচর উপজেলার আলী নগর গ্রামের মোঃ আব্দুল কাদিরের ছেলে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম সুলতান মাহমুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় এস আই মোঃ নয়ন মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কুলিয়ারচর -ভৈরব আলহাজ্ব জিল্লুর রহমান সেতুর কুলিয়ারচর সীমান্ত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফয়সাল উরুফে ফায়সাল ভূঁইয়াকে আটক করে। অপর দিকে ওই দিন বিকালে এস আই কাজী রকিবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মোবারক হোসেনকে তার নিজ বাড়ী থেকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ।
উল্লেখ্য যে, মোবারক হোসেনের নামে আগেও মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে।
ফয়সাল উরফে ফায়সাল ভূঁইয়া ও মোবারক হোসেন এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।