কুলিয়ারচরে বিজয় সুবর্ণজয়ন্তিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরশঞ্জের কুলিয়ারচরে ১৬ ডিসেম্বর মহান জাতীয় বিজয় দিবস ও বিজয় সুবর্নজয়ন্তী উপলক্ষে ভোরের প্রথম প্রহরে, কুলিয়ারচর সেলিম স্মৃতি সংসদ ‘স্মৃতি ভাস্কর্যে’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বঙ্গবন্ধু ম্যুরালে, পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ভোরের প্রথম প্রহরে কুলিয়ারচর সেলিম স্মৃতি সংসদ ‘স্মৃতি ভাস্কর্যে’ উপজেলা প্রশাসন, উপজেলা আ,লীগ ও অংগসংগঠন, উপজেলা বিএনপি, কুলিয়ারচর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আনসার বিডিবি, অফিসার্স ক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি এই পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এই পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্হিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান জনাব মোঃ নূরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গেলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু সহ উপজেলা আ,লীগ ও অংগসংগঠন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, কুলিয়ারচর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।