কিশোরগঞ্জ প্রতিনিধি : ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আজ রবিবার কুলিয়ারচরে পালিত হচ্ছে অমর একুশে। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের দাবি জানাচ্ছেন সবাই। আর এ দাবিটি যেন আজ সবার প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
এর আগে, একুশের প্রথম প্রহরে কুলিয়ারচর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।
এ সময় কুলিয়ারচর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুলিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কুলিয়ারচর থানা, উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, কুলিয়ারচর পৌরসভা, কুলিয়ারচর উপজেলা পৌর ও বিএনপি, উপজেলা আবাসিক প্রকৌশলী, কুলিয়ারচর ফায়ার স্টেশন, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্র লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদ। এছাড়া ও একুশের প্রথম প্রহরে কুলিয়ারচরে বিভিন্ন শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় ।