কুলিয়ারচরে বিশেষ গণটিকার দ্বিতীয় ডোজ শুরু আগামী কাল 
কুলিয়ারচরে বিশেষ গণটিকার দ্বিতীয় ডোজ শুরু আগামী কাল
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আগামী কাল বৃহস্পতিবার ২৮ অক্টোবর ২০২১ ইং বিশেষ গণিকার দ্বিতীয় ডোজ টীকা প্রধান করা হবে।
গত ২৮ সেপ্টেম্বর যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যে বিশেষ ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী কাল ২৮ অক্টোবর বৃহস্পতিবার শুরু হবে। একই ভাবে, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচী সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলবে। টিকা গ্রহণের সময় টিকা কার্ড, আইডি কার্ডের ফটোকপি, সঙ্গে নিয়ে আসতে হবে।
উল্লেখ্য গতি ২৮ সেপ্টেম্বর কুলিয়ারচর উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে বিশেষ গনটিকা কেন্দ্রে মোট ৭ হাজার ৮শ ২৫ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৩শ ১৯ জন এবং মহিলা ৪ হাজার ৫শ ৬ জন গনটিকা গ্রহণ করেন।