কুলিয়ারচরে বিশেষ গণটিকার দ্বিতীয় ডোজ ক্যাম্পেইণ
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে একযোগে বিশেষ গণটিকাদানের ২য় ডোজ ক্যাম্পেইন চালু করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের গণটিকা প্রদান কার্যক্রমে দ্বিতীয় ডোজ টিকা নিতে শতশত নারী – পুরুষ ভিড় জমিয়েছে কেন্দ্রগুলোতে। নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রগুলোতে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ০৯ ঘটিকায় কুলিয়ারচর পৌরসভা সহ উপজেলার ৬টি ইউনিয়নে ২য় ডোজ বিশেষ গনটিকাদান ক্যাম্পেইন চালু করা হয়। অনেকে ১ম ডোজ টিকা নিতে এসে না পেয়ে ফিরে গেছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিশেষ গণটিকা কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকাদান কেন্দ্রে কয়েক শত নারী-পুরুষ উপস্থিত হয়েছে। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা টিকা রেজিস্ট্রেশন কার্ড ও ভোটার আইডি কার্ড নিয়ে সিরিয়ালে অপেক্ষা করছে। কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা টিকাদান কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে।
এদিকে টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। উপজেলার প্রতি কেন্দ্রে পুলিশ, গ্রাম্য পুলিশ এবং আনসার বাহিনীর সদস্য বৃন্দ শৃংখলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
উল্লেখ কুলিয়ারচর উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে গনটিকা কেন্দ্রে প্রথম ডোজ গ্রহনকারী মোট ৭ হাজার ৮শ ২৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৩শ ১৯ জন এবং মহিলা ৪ হাজার ৫শ ৬ জন গনটিকা গ্রহণ করেন।