কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পূর্ব ঘোষনার পরিপ্রেক্ষিতে, কুলিয়ারচরের
( ১ নং) গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর যুব সমাজের উদ্যোগে, ‘চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে ২৮ শে আগষ্ট ( শুক্রবার) বিকেলে দ্বিতীয় দফা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তরুণ ও যুব সমাজকে মাদক, জুয়া,বাল্য বিয়ে, নারী নির্যাতন এবং যাবতীয় অপরাধ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানানো হয় এ আলোচনা সভায়।
লক্ষীপুর দ্বী- মুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিতব্য লক্ষীপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা অবঃ মেজর নুরুল ইসলাম,উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ইয়াসির মিয়া সাহেবের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামল , উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব গোলাম হোসেন,আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, ওয়ার্ড সভাপতি আব্দুল আওয়াল নিজ্বাম, লক্ষীপুর দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন খোকন ও স্থানীয় মুরব্বিগণ,যুবসমাজ, ছাত্রসমাজ প্রমুখ।
উক্ত আলোচনা সভায় লক্ষীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসীম উদ্দীন খোকনকে আহবায়ক কমিটির প্রধান করে ২৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি আহবায়ক কমিটি গঠন করা হয়।