কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কুলিয়ারচরের ঔষধ কোম্পানী (এসকেএফ) ফার্মাসিস্টের এসআর আল আমিন (২২) পিতাঃ রহমত আলী, ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১লা মার্চ) রাত ৮ টার দিকে বাজরা বাসস্ট্যান্ড থেকে দ্বাড়িয়াকান্দি যাওয়া পথে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মাসিক ক্রেডিট বিল সহ ওষুধ বিক্রির প্রায় ৫ লক্ষ্য টাকা নিয়ে সিএনজি যোগে বাজরা বাসস্ট্যান্ড থেকে দ্বাড়িয়াকান্দি যাওয়া পথে রাত ৮ টার দিকে সিএনজিতে থাকা যাত্রী বেশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই হাতের কয়েকটি আঙুলই কেটে গেছে। এসময় সাথে থাকা ক্রেডিট বিল সহ ওষুধ বিক্রির প্রায় ৫ লক্ষ্য টাকা ছিনতাই করে নিয়ে যায়।
স্থানীয় লোকজন আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, তার অবস্থা আশংক্ষাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নিয়ে যাওয়া হয়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।