কুলিয়ারচরে সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কুলিয়ারচর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ বদরুল আলম এর সভাপতিত্বে উক্ত জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় আয়োজিত সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ বদরুল আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গেলাম মোস্তফা, প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব নারী – পুরুষ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গেলাম মোস্তফা সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্সে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।