কুলিয়ারচরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে নৌকা সমর্থকদের হামলার অভিযোগ, আহত ৫
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদুর রহমান মুছা প্রতীক পাওয়ার পর মিছিল করার সময় তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত নৌকার চেয়ারম্যান প্রার্থী এস.এম আজিজ উল্লাহ সহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম ও নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুদুর রহমান মুছা ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সম্পাদক।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান মুছার সমর্থক অন্তত ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, দক্ষিণ সালুয়া গ্রামের জসিম উদ্দিনের প্রতিবন্ধী পুত্র (পথচারী) মোঃ বায়েজিত মিয়া (১৭), ছয়সূতী ইউনিয়নের দ্বারিয়াকান্দি গ্রামের সাউণ্ডবক্স অপারেটর মোঃ রাজিব মিয়া (২০), ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের মোঃ কাঞ্চন মিয়ার পুত্র মোঃ কিরণ মিয়া (১৫), খিদিরপুর গ্রামের মোঃ রহমত আলীর পুত্র মোঃ শাওন মিয়া (২০) ও ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের পিকাপ ভ্যানের ডাইভার। আহতদেরকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোঃ মাসুদুর রহমান মুছা বলেন, শুক্রবার (১২ নভেম্বর) চশমা প্রতীক পাওয়ার পর আমার সমর্থকরা মিছিল করে ফরিদপুর আনন্দ বাজার এলাকায় পৌছালে সেখানে, আওয়ামী লীগ সমর্থিত নৌকার চেয়ারম্যান প্রার্থী এস.এম আজিজ উল্ল্যাহ ও ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাসেমের নেতৃত্বে তাদের লোকজন আমার মিছিলের লোকজনের উপর হামলা চালায়। হামলায় অন্তত ৫ জন আহত হয়। হামলাকারীরা এ সময় একটি পিকাপ ভ্যান ও ভ্যানে থাকা সাউণ্ড বক্সও ভাংচুর করে। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন জানিয়েছেন মাসুদুর রহমান মুছা।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস.এম আজিজ উল্ল্যাহ বলেন, এখানে তেমন কিছু ঘটনা ঘটেনি। তবে যতটা জনতে পেরেছি আমার কর্মী সমর্থকরা নৌকা মার্কার মিছিল নিয়ে ফরিদপুর আনন্দ বাজার সংলগ্ন আসার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান মুছার লোকজন আমাদের মিলের পিছন অংশে কলার গাড়া দিয়ে ঢিল ছুড়ে। পরে এ নিয়ে ছেলেদের মধ্যে একটু হাতাহাতির ঘটনা ঘটে।