কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই স্থানে দুই গ্রুপের ওয়াজ মাহফিল আহ্বানকে কেন্দ্র করে উপজেলার ছয়সূতি ইউনিয়নের প্রতাপনাথ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার(৮ মার্চ) বিকেল থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছয়সূতি ইউনিয়নের প্রতাপনাথ বাজারে সোমবার বিকেল থেকে ওয়াজ মাহফিল আহ্বান করে। একই স্থানে একই সময়ে স্থানীয় ইমাম ও ওলামা পরিষদ ওয়াজ মাহফিল আহ্বান করলে উত্তেজনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী জানান, দুই পক্ষ একই স্থানে একই সময়ে ওয়াজ মাহফিল ডাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সারা দিন ১৪৪ ধারা বহাল থাকবে বলে তিনি জানান