কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় সকল শহীদদের স্বরণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মোছা জিসান – এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১আগষ্ট) বাদ আছর কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহাফিলে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মুর্শদ উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলিয়ারচর সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা জিএস জহির রায়হান জজ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম কারী, কুলিয়ারচর বাজার ব্যাবসায়ীক সমিতির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, পৌরসভার প্যানেল মেয়ের মোঃ অলি উল্লহ, কিশোরগঞ্জ জেলা যুবলীগ সদস্য মুছা ও উপজেলা আওয়ামী লীগের সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহাফিলে প্রয়াত রাষ্টপতি মোঃ জিল্লুর রহমান এর সহধর্মিণী বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের সভাপতি মোছাঃ আইভি রহমান সহ ২১ শে আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুল কাইয়ুম খান।