কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ২৫ পিছ ইয়াবা সহ মোঃ হাসান (২৫) নামে এক ইয়াবা ব্যানসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাজরা তারাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, মোঃ হাসান কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়নে লক্ষীপুর মধ্যপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একে এম সুলতান মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একে এম সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে তার নির্দেশে কুলিয়ারচরে ১নং গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়নে লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ২৫ পিছ ইয়াবা সহ মোঃ হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
মোঃ হাসানকে মাদক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে,কুলিয়ারচর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন বলে জানা যায়।