কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ৫ শত ৭৫ বোতল ফেনসিডিল সহ রুমান মিয়া (২০) নামে এক মাদক ব্যানসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১ অক্টোবর ) বিকাল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদর ৫নং ওয়ার্ডের আইডিয়াল এস এইচ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পরিতেক্ত মাঠে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য আটক করে কুলিয়ারচর থানা পুলিশ।
জানা যায়, আটককৃত রুমান মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়ার সোনাতলা গ্রামের নাসির নগর উপজেলার মোঃ মিজান মিয়ার ছেলে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একে এম সুলতান মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একে এম সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার( ১অক্টোবর ) বিকেলে তার নির্দেশে কুলিয়ারচর পৌর সদর ৫নং ওয়ার্ডের আইডিয়াল এস এইচ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পরিতেক্ত মাঠে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৫ শত ৭৫ বোতল ফেনসিডিল সহ রুমানা মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
রুমানা মিয়াকে মাদক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে,কুলিয়ারচর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন বলে জানা যায়।