কিশোরগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচী শুরু হয়েছে। কুলিয়ারচর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে গরু ও ব্যাটারি চালিত ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে কুলিয়ারচর উপজেলার উদ্যোগে উপজেলা প্রাঙ্গণে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে গরু ও ব্যাটারি চালিত ভ্যানগাড়ি বিতরণ করা হয়।
উক্ত ভিক্ষুক পুনর্বাসন ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী।
উক্ত ভিক্ষুক পুনর্বাসন ও বিতরণ কার্যক্রমে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা সহ-কমিশনার (ভূমি) শারমিন সাত্তার, কুলিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদের সদস্য জিল্লুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ সহ কুলিয়ারচর উপজেলা প্রশাসনির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ১৪ জন ভিক্ষুকের মধ্যে গরু ও ৬ জন ভিক্ষুকের মাঝে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।