কুলিয়ারচর থানা ওসি’র আয়োজনে বিট পুলিশিং ও মতবিনিময় সভা
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এর আয়োজনে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুলিয়ারচর থানাধীন আগরপুর বাসস্ট্যান্ডে অটোরিকশা, বিভাটেক, সিএনজি চালক ও সমাজের বিভিন্ন স্তরের জনগণের সাথে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) কুলিয়ারচর থানাধীন আগরপুর বাসস্ট্যান্ড মোড়ে , পরিবহন শ্রমিক ও সমাজের বিভিন্ন স্তরের জনগণের সাথে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।