কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে, বিএনপি’র একক মেয়র প্রার্থী হিসেবে কুলিয়ারচর উপজেলা বিএনপি’র বর্তমান সদস্য সচিব,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত এর নাম ঘোষণা করা করেছেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর বিএনপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
গত বুধবার ( ৯ ডিসেম্বর) বিকালে বেতিয়ারকান্দি গ্রামে কুলিয়াচর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠন সমুহের যৌথ উদ্যোগে কুলিয়ারচর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী মনোনয়ন বিষয়ে করণীয় সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে,আলোচনার ভিত্তিতে পৌর মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন উপজেলা বিএনপি’র বর্তমান সদস্য সচিব নূরুল মিল্লাত এবং পৌর বিএনপি’র সদস্য সচিব শাহাদৎ হোসেন শাহ্ আলম।
উক্ত সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ তাদের বক্তব্যে পৌর মেয়র প্রার্থী নির্বাচনের জন্য এককভাবে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলমের উপর ক্ষমতা প্রদান করেন।
পরে শুক্রবার ( ১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর বিএনপি’র আহ্বায়ক হাজী মোঃ রফিকুল ইসলাম বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলম এর দিকনির্দেশনায় ও পরামর্শক্রমে পৌর বিএনপি’র সদস্য সচিব শাহাদৎ হোসেন শাহ্ আলম ও পৌর সভার ৯টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনা করে পৌর মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নূরুল মিল্লাতের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কুলিয়ারচর পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর,।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ তারিখ ২২ ডিসেম্বর,। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর,। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ২০২১ইং।
গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি’র) সিনিয়র সচিব মোঃ আলমগীর এই তফসিল ঘোষণা করনে। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, সকল ভোট কেন্দ্রে নির্ধারিত তারিখে সকাল ৮টা থকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাব ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কুলিয়ারচর পৌরসভায় ইভিএমের মাধ্যম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।