কিশোরগঞ্জ প্রতিনিধি :  
“গাছ লাগান, পরিবেশ বাচান” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের জেলার কুলিয়ারচর উপজেলার স্কুল গুলোতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে “কুলিয়ারচর প্রবাসী কল্যাণ ফ্রেন্ডস ফোরাম” নামে একটি অরাজনৈতিক সংগঠন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে  কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপনের মধ্যদিয়ে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী প্রধান অতিথি হিসেবে চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের আগে সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক হাবিবুল্লাহ কামাল এর সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে মোঃ নাঈমুজ্জামান নাঈম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিনা সাত্তার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা তালুকদার, সংগঠনের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান দুলাল, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আমিরুল ইসলাম, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান এবং সাংবাদিকসহ শিক্ষার্থীবৃন্দ ।
পরে উপস্থিত অতিথিবৃন্দ ফলজ ও ঔষধি গাছের চারা উপজেলা,  পৌরসভাসহ ৬টি ইউনিয়নের স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন।